আজ যদি ধরেও নেওয়া যায় পশ্চিমের নদীগুলির জলকে সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়া হবে, তবে পাঠকদের জেনে রাখা দরকার ভাগিরথী নদীর উপরে তেহেরি ড্যামের মতো অন্তত ৩০ টি বাঁধ তৈরি করতে হবে সরকারকে। যার কোন নির্দিষ্ট পরিকল্পনা পর্যন্ত তৈরি হয়নি কোথাও। অথচ প্রচার সর্বস্ব এই রাষ্ট্র ব্যবস্থা কেমন ভাবে সন্ত্রাসবাদী হামলা ভারাক্রান্ত ভারতবাসীর মনে জল চুক্তি স্থগিতের আবেগকে দিয়ে এক কাল্পনিক রাষ্ট্রবাদের প্রচার করে নিতে পেরেছে। কিন্তু পাকিস্তানের জল বন্ধ করে আমরা বাঁচবো তো?
by তাপস দাস | 28 April, 2025 | 1520 | Tags : India Pakistan Water Treaty Pahelgam Terror Attack Stopping Water